.             (১৩)
অতি সাধারণের ভেতরেই
অসাধারণত্ব লুকিয়ে থাকে,
দিব্যদৃষ্টিসম্পন্ন
বন্দি করে তাকে ৷

              (১৪)
অখ্যাতকে ধারণ করে
বিখ্যাত হওয়া যায়,
কার জন্য কে খ্যাত
বলা কঠিন দায়!

              (১৫)
সুখ আর সুখ একত্রে
বাঁধে না কভু বুক,
দুখের সাথে দুখ মিশিয়ে
অমৃতে দেই চুমুক ৷