মাকাল গাছে ভরপুর
আমার বাগান,
নিজের ফলের নিজেই
করি গুণগান ৷

আহ! রঙিন ফলে
বাগান সুশোভিত!
মহীরূহ আলো-বাতাস
থেকে বঞ্চিত ৷

হেমন্ত এলে পরগাছা
যাবে মরে,
ঝোঁপের আড়ালে মহীরূহ
থাকিস ধৈর্য ধরে ৷

২০-০৯-২০১৪