. (১০)
তুমি দীর্ঘজীবী হলে
আমি ইতিহাস,
তুমি ধ্বংসপ্রাপ্ত হলে
আমি তোমাভ্যন্তরে
আস্তাকুঁড়ের ময়লাসম ৷
(১৪.০৫.১৯৯৯)
(১১)
বিদ্বান হতে গেলে যদি
বিদ্যালয়ের প্রয়োজন হত
সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টির আগে
বিদ্যালয় সৃষ্টি করতেন ৷
(১২)
দুঃখটারে বাঁচিয়ে
না রাখলে
সুখটাকে অনুভব
করা যায় না ৷
০২/০৬/২০০৮