আকাশ বাতাস চাঁদ তারা সবাই দেখেছিল
কেউ একজন মনের মাঝে স্বপ্ন এঁকেছিল ৷
আজ আকাশ বাতাস দেখে স্বপ্নরা যায় ক্ষয়ে
রঙ তুলির সে মানুষটির সময় যাচ্ছে বয়ে ৷
মাঝপথে স্বপ্নগুলো ধূলোয় লুটোপুটি
স্বপ্নাহত মানুষটির করুণ ছুটাছুটি!
প্রকৃতি আর দেখে না স্বপ্ন আঁকাআঁকি
কালের গর্ভে মানুষটিই ডুবতে আছে বাকি !