হতে পারত এ পৃথিবীর
অর্ধেকটুকু স্থল,
কিন্তু তা না হয়ে, দিয়েছ
দুই তৃতীয়াংশ জল ৷
যদি অর্ধেক জলভাগ বা
অর্ধেক স্থল হত,
তবে ভূপৃষ্ঠটা হত জলন্ত
প্রান্তরে পরিণত!
ফলে হেথা জন্মাত না
কোন গুল্ম লতা তরু
পরিণত হত প্রাণহীন
ক্ষুধা-তৃষ্ণার মরু!
মিলত না কোন প্রাণস্পন্দন
কিম্বা সুমধুর কলরব
নিখুঁত তোমার শিল্প প্রভু
কারণ জানতে তুমি সব ৷