এ দিল্লীকা লাড্ডু
খাইলেই পস্তাইবে
না খাইলেও পস্তাইবে!

গাঙে ভাসিয়েছি তরি
মাঝি আমি আনাড়ী
কে আমাকে পাইবে?

উপরে আকাশ
নীচে শেওলা জল
সবাই আমার স্বজন

নাউয়ে ঢুকলে জল!
দেখবে না কেউ চেয়ে
গুরুকে করি ভজন ৷