যখন করায়ত্তের বাইরে চলে যায় কোন বিষয়
বিধাতার 'পর ন্যাস্ত করে এমনটিই বলতে হয় !
নিরীহ চোখ তুই দেখে যা ফেলিস নারে জল!
মন নীরবে সব সয়ে যা পাথর অবিচল ৷
মুখ তুই চুপ থাক বলিস না কোনো কথা,
নিজকে ভাব শতদল ভাঙিস না নীরবতা ৷
কান তুই সহ্য কর তীব্র বুনো আওয়াজ
বাঁচার তাগিদে জিহবা বিস্বাদ নাও আজ ৷
নাসিকা তুই সয়ে যা আস্তাকুঁড়ের গন্ধ
বানের জলে ধুয়ে যাবে অপেক্ষা সে পর্যন্ত ৷
মেঘের আড়ালে লুকিয়ে বিকালের সোনারোদ
দেখবে, সাঁঝের আগে ভাঙলে ঘনঘটার প্রমোদ ৷