মনের মাঝে একটি কথা
খায় শুধু ঘুরপাক,
ভুলতে পারি না মোটেও
খুঁজি কাজে ফাঁক।
গহীন অরণ্যে পেয়েছি
ঝুলন্ত এক মৌচাক
সেথা যাওয়ার অভিলাষ মোর
গোপনে দিচ্ছে ডাক।
ঘুমুতে গেলে হয় না ঘুম
তাড়না দেয় উঁকি
কর্ম-ক্লান্ত দিবা-নিশি
ঘুমহীন শুধু ধুঁকি!
মৌমাছিদের রঙিন পাখার
না দেখলি নাচন
যেন মনে হয় মরে যাই
হয়না তো আর বাঁচন!