সাদা জমিন মলিন হলে
তিল পরিমাণ,
দৃষ্টিটা অনায়াসেই
পড়ে সেখান।
সময়টা আজ সাদার বিপরীতে
গভীর কালো
ভালটুকু এই তিমির আঁধারে
চকের আলো।
সত্য মিথ্যার দূরত্ব কত?
রাত দিনের ন্যায়,
দিনকে দে'খে ঘোর তমসা
ছুটে পালায়।
সত্যকে আজ গ্রাস করেছে
ভীষণ কালো
সত্যটা আজ আঁধার রাতে
জোনাক আলো।