আসুন আসুন ভাই সকল
একটু থেমে যান
এমন সুযোগ হাতছাড়লে
মন করবে আনচান!
পঁচা ভাইয়ের নরম হাতের
গরম খিলিপান
নানা রকম মশলায় তৈরী
একটি খেয়ে যান ৷
সন্ধ্যাবেলা থানার মোড়ে
আসুন গুড়িসুড়ি
খেয়ে যান ভিন্ন স্বাদের
জামাই ঝালমুড়ি ৷
আরো আছে সন্ধ্যাবেলা
আসুন আমার ঘরে
মরম দিয়ে গরম কিছু
কবিতা যান পড়ে ৷