আজকের শিশু আগামীর কর্ণধার, ভবিষ্যৎ,
তার জন্য আগামীদিনগুলি কতটুকু নিরাপদ?
মনুষ্য বসবাসের অনুপযোগী এ ধরণীতল,
জ্বলছে হেথা মধ্যযুগীয় বর্বরতার অনল!
বলো নিষ্পাপ নবজাতকের কী আছে অপরাধ?
কেন সে মাতৃগর্ভেই জেনেছে হেথাকার দুঃসংবাদ!
হরণ করেছি তার নতুন পৃথিবী দেখবার অধিকার,
এ হার তার নয়, নিজকে অতলে হারাবার!