ভাবেন কবি "কী-ই বা লিখি?" মানুষের সব জানা,
আকাশ-পাতাল, গ্রহের খবর, ইঁদুর, বিড়ালছানা।
রাতেরবেলা জোনাক মেলা, ঝিঁঝিঁর ডাকাডাকি,
কোনোকিছু পাঠকের আর পড়তে নাইকো বাকি।
নতুন কিছু লিখতে হবে বিষয় কোথায় পায়?
দিবারাত পার হয়ে যায়, এই একটি ভাবনায়!
ভেবে ভেবে অবশেষে ঘুমিয়ে গেলেন কবি
ঘুমের মাঝে স্বপ্ন দেখেন, সেথাও পুরান ছবি!
হঠাৎ কিসের শব্দ শুনে ঘুমটা গেল ছুটে,
থড় মড় করে কলম খাতা খুঁজতে গেলেন উঠে।
নতুন বিষয় পেলেন বোধহয় লিখবেন আয়েশ করে
শঙ্কা মনে! কী বা ভাববেন? পাঠক সেটা পড়ে?
অনেক ভাবাভাবি হল, এবার বিষয়টা কী শুনি?
ঘরের কোণে কুণো ব্যাঙের চলছে গুনগুনানী ৷
যেই না কবি খাট থেকে নিচে গেলেন নেমে
শব্দ পেয়ে ওমনি ব্যাঙের আসর গেল থেমে।