বলো দেখি কে সর্বদয়ালু
সর্ব করুণাময়?
তিনি মোদের পালনকর্তা
মহামহিমাময়।
বলো দেখি সব গুণগান
পাবার অধিকার কার?
তিনি মোদের রিজিকদাতা
মহান প্রভু আল্লাহর।
পশু আর পতঙ্গের ভাষা
বলো কে শুনতে পান?
তিনি হলেন সর্বশ্রোতা
আল্লাহ মেহেরবান।
বলো কে মানুষের সকল
পাপের খবর রাখেন?
তিনি মোদের অন্তর্যামী
দোষগুলোকে ঢাকেন।
গভীর জলের মাছগুলোকে
কে চলাচল করান?
মধুর ভালবাসা দিয়ে
জগৎটাকে ভরান।
তিনি মোদের অভিভাবক
তিনি জীবনদাতা
তাঁর নিকটেই প্রত্যাবর্তন
তিনিই মোদের ত্রাতা।