জীবনের পথ বড়ই বন্ধুর, নয় কুসুমাস্তীর্ণ,
একদিন পাড়ি দিতেই হবে পথ কন্টকাকীর্ণ ৷
কন্টকাকীর্ণ পথ দৃশ্যমান দেখে শঙ্কিত চোখ,
উপলদ্ধিতে লাঞ্ছনা ও অপমানজনক!
কিন্তু তাতে স্থায়ী সুখ রয়েছে লুকায়ে,
সহিষ্ণুরা তাই ভীত নয় নিন্দুকদের ভয়ে ৷
উন্নাসিকের কষ্টগুলো রয়েছে ছাই ঢাকা,
কৃত্রিম সুখে সুখী জীবন অন্তঃসারহীন ফাঁকা ৷
পার্থক্যটা ক্ষণস্থায়ী ভেঙে ফেল এ ফাঁদ,
চোখ নগদনির্ভর ভাঙে ধৈর্যের বাঁধ ৷
অন্ধকার উপত্যাকায় জীবনাতিবাহিত
পার্থিব সম্পর্কের ঢেউয়ের আঘাতে জর্জরিত ৷
কী নেবে বেছে? দৃশ্যমান কন্টকাকীর্ণ পথ?
নাকী অদৃশ্য চিরস্থায়ী দণ্ড, কর দৃঢ় শপথ ৷