কোত্থেকে কোন বৈরী বাতাস
দুয়ারে আঘাত হানে
কোত্থেকে মোহনীয় ফুলের
সৌন্দর্য বয়ে আনে।
কোথাকার কোন অচিন পাখি
আকাশে মেলে ডানা
কোত্থেকে এসে দুঃসংবাদ
দুয়ারে দেয় হানা!
চোখের আড়ালে কতো কিছু
ঘটে যায় অবলীলায়
কোথাকার কোন আত্মটানে
দু'চোখে অশ্রু বিলায়।
জানি না কেউ মোর এ অঙ্গন
দেখছে কী দূর থেকে?
দূরদেশে সে মনে মনে
কী ছবি যায় এঁকে?
রচনা : ১৫.০৬.২০১৫ খ্রিঃ