এসো সবাই দেখে যাও ওই
রমজানের চাঁদ হাসে,
বেহেশতি সুবাস পেয়ে মন
খুশির স্রোতে ভাসে।
বাঁকা চাঁদটি মিষ্টি হাসে
দূর আকাশে কোলে,
তার হাসিতে গুলবাগিচা
ভরলো ফুলে ফুলে ।
মহিমান্বিত রমজান মাস
ফিরে এলো আবার,
গোনাহ্ থেকে মুক্ত হয়ে
খোদার রহম পাবার।
মুছে ফেলি পাপ-পঙ্কিলতা
দূর ক'রি বৈসাম্য,
প্রেম-প্রীতি-সৌহাদ্যপূর্ণ
ভুবন করি কাম্য।
কী মনোহর আনন্দের দিন
ফুরায় না যেন আর,
প্রাণ খুলে, দুহাত তুলে
কামনা করি বার বার।
শুধু অনাহারে থাকা নয়
রমজানের মূল শিক্ষা,
পূর্ণতা লাভ করি, নিয়ে
আত্মশুদ্ধীর দীক্ষা।
(১৯৯৭ সালে রচনা, কিছুটা
সংশোধন করে পোষ্ট দিলাম)