ভোজন রসিক ননিবাবু আধুনিক দিন যাপেন,
মস্ত বড় চাকরীজীবী দামী গাড়ী চাপেন।
চেনা অচেনা অনেক মানুষ তাকে সেলাম ঠোকে
স্যার স্যার বলে সম্মান দেন, কত ভদ্র লোকে।
ছুটির দিনে ননিবাবু সময় কাটান বাড়ি
চালক গেছে নিজের ঘরে পড়ে রইছে গাড়ি।
সকাল বেলা ফর্দ একখান দিলেন গিন্নী লিখে
ছুটির দিনে একা একা চলেন হাটের দিকে।
ননিবাবু হাটে গেলেন সঙ্গে নাই তার থলি,
থলি বইলে আভিজাত্যের যায় যে জলাঞ্জলি!
মাছ-মাংস, সবজিপাতি অনেক কিছু কিনে,
বাড়ির দিকে রওনা দিলেন ভ'রে পলিথিনে।
মাঝ পথে চাপাচাপিতে বেগুনের এক বোটা
বিদ্রোহে সে পলিথিনটা ক'রে দিলো ফুটা!
ছচ্ছড় ক'রে পড়ে গেল পেঁয়াজ-রসুন-আলু,
অপমানে ননিবাবু তাকান আলুথালু!
আভিজাত্যের নমুনা তার মিশলো ধূলোর সাথে,
হামাগুড়িতে আলু-পেঁয়াজ কুড়াচ্ছেন দু'হাতে!
কান্ড দেখে লজ্জা লাগে! তিনি শরীফ মানুষ,
ভাবি, আমজনতার তাহলে ফিরবে কবে হুশ?