রসে টস্ টস্ মধুর ফলে
মনটা ভেজাতে চাই!
দুঃস্থ মোরা চড়া দামে
কীভাবে কিনে খাই?
গাছ লাগিয়ে ফল খাওয়ার সাধ
পূরণ হয় কী সবার?
গাছ পুতবো জায়গা কোথায়?
ঠাঁই নাই মাথা গোজার!
অনটনের সংসারে ভাই
সাধ নাগালের বাইরে!
দাবদাহে নাকাল সবাই
স্বস্তি সবার নাইরে।
সাধ্যের মাঝে যেটুক মেলে
আম-তরমুজ আর লিচু,
খেতে গেলেও লাগে যে ভয়!
বিষাক্ত সব কিছু!
মধুমাসে মধুর ফলে
ভরা টাটকা বিষে!
বিষে বিষে আতঙ্কিত!
পাইনা ভেবে দিশে!
আমার মতো বড্ড যাদের
দুঃসহ দিন চলা,
কচি তালের মিষ্টি শাঁসে
ভিজিয়ে নাও গলা।