কতো না দিন মাস বছর ধরে
আটকে রেখেছি খাঁচায় ভরে।
খাঁচা রেখে থাকলে দূরে
চোখ থাকতো তোমাদের 'পরে।
যখন যেখানে গিয়েছি
খাঁচাটি সাথে নিয়েছি।
অনিশ্চিন্তে অবহেলে
যাইনি কভু রেখে ফেলে!
দুঃখ-যাতন-কান্না-হাসি
বরণ করেছো ভালবাসি।
আমার সমস্ত ব্যথার ভার
তোমায় দিয়ে পেয়েছি পার।
দম আটকে খাঁচার ভেতরে
গুমরে মরেছো হাহুতাশ ক'রে!
মাঝে মাঝে খাঁচাটি খুলে
মমতায় হাতে নিয়েছি তুলে।
আজকে খুলে দিলাম খাঁচা
করো বিচরণ যেথা ইচ্ছা !
পেয়েছো ওড়ার ঠিকানা
কাব্যাকাশে মেলো ডানা।
(২০১৪ সালের ৫ জুন, আজকের এই দিনে আসরের
এক কবি বন্ধুর পরামর্শে কবিতার আসরে লেখা শুরু
করেছিলাম, সে লক্ষ্যে তাৎক্ষণিক লেখা কবিতাটি)