আমায় কেউ ভেবো না কবি
কবি হওয়ার নাইতো হবি।
পারিনা লিখতে কাব্য-ছড়া
ভাবনারা বৃথা নাড়ে কড়া।
তারা এসে রাস্তা ভুলে
আমার চারপাশ ধ'রে ঝুলে।
দিতে পারি না পূর্ণ রূপ
নিভৃতে তাই থাকি যে চুপ!
মাথায় নিয়ে ভাবনা যতো
উড়ি আমি মেঘের মতো।
ভেবে ভেবে যায় যে বেলা
ভাবনা নিয়ে ছেলে খেলা।
নাই উপাদান অপরিমেয়
হয় না পাঠক উপাদেয়।
পূর্ণরূপে হয় না সাঙ্গ
কবিতা হয় বিকলাঙ্গ।