কবি হওয়ার সময় এখন
সবার কবিতা পড়ায় মন।
কবিদের মন হয় বড়সড়
হন না তাঁরা কেউ জড়সড়!
কবি হতে গেলে লাগে ধ্যান
সেই সাথে আরও গভীর জ্ঞান।
কবি'র সেরা সম্পদ বিনয়
সেটা পাওয়া কাম্য কী নয়?
কবিদের থাকে উদার প্রাণ
কবিতাতে ছড়ায় সুঘ্রাণ!
তেমন কবিতা পেলে শুঁকি
সুবাসিত শ্বাসে পাঠক সুখী।
রচনা : ১৭.০২.২০১০ খ্রিঃ
সংশোধন : ১৯.০৫.২০১৫ খ্রিঃ