এখন ভাবি কেনো যে বোকার মত!
অকারণ শুধু কষ্ট পেতাম অবিরত?
উত্তর আমার জানা ছিল না হয়ত তাই!
উপেক্ষা যে বড়ই কষ্ট দিতো আমায়!
কেন আমি অবাঞ্ছিত! পেয়েছি তার উত্তর!
যতই করো অযত্ন, অবহেলা, অনাদর!,
আজ একথা জেনে বড়ই সান্ত্বনা পাই!
নোংরা মনের জমিনে আমার আবাস নাই!
রচনা : ১২.০৫.২০১৫ খ্রিঃ