এক মৃতব্যক্তির কুলখানি অনুষ্ঠানে যাচ্ছি
শোকাহত মন নিয়ে!
কোনো কারণে মাঝপথে গিয়ে আমার চলা থেমে গেল!
কিছুক্ষণ থেমে আবার চলতে শুরু করলাম।
হঠাৎ কোন্ এক অপার্থিব আনন্দে আমার মনটা
কানায় কানায় ভরে গেল, নিজেরই অজান্তে!
চোখ দুটি অশ্রুসজল!
শত চেষ্টা করেও এ অশ্রুকে লুকোতেই পারলাম না!
অনুষ্ঠানে উপস্থিত হতে দেরি হল,
হাজির হলাম ঠিক দোয়ার মুহূর্তে।
শোকাহত পরিবেশ! বেদনাহত সবার মন!
মৃতব্যক্তির মাগফেরাত কামনার মধ্য দিয়ে
সবাই আবেগাপ্লুত, অশ্রুসিক্ত!
আমার মাঝে বেদনা নেই, শোক নেই, মৃত্যু চিন্তা নেই!
ভাবলাম অশ্রু লুকোনোর এটাই উত্তম সময়।
এই শোকের আবহ আমার আনন্দকে
ধূসরিত করতে পারেনি।
সবার চোখে জল, আমার চোখেও জল!
সবাই মর্মাহত! আমি আনন্দিত!
ওই জনসমুদ্রের মাঝে আমাকে কেউ
আলাদা করে চিনতে পারে নি।
কারণ সবার চোখের জলের রঙ একই রকম ছিল।