কত অসাধ্য করেছো সাধন, হলে কী হবে বালক!
পেটের জ্বালায় হারিয়েছো, জীবনের নতুন আলোক।
অনেক আশা ছিলো ছোট মনে, মস্ত বড় হবে,
ভাবতে শুধু সদা, আগামীতে কোথা র'বে!
যে কাজে টাকা আসে, সেলাম ঠুকো তাকে,
পরের কৃতদাস বানালো ভাগ্য আজ তোমাকে!
মেধাবী হয়েও অজ্ঞ তুমি সব মানুষের চোখে,
তোমার জন্য এটাই শ্রেয় মন্দ বলুক লোকে!
কষ্ট হলেও হৃদয়ে তোমার রয়েছে গোপন শান্তি!
সে-ই তোমার পরম প্রিয় মুছে দেয় যত ক্লান্তি!
তোমার সুখ বাহিরে চলে না, নেই এর কোনো অন্ত
তামাম জগতে মিলবে না খুঁজে, এ সুখের দৃষ্টান্ত।
মেধা থেকে কী লাভ বলো? কার্যে সবই ফাঁকা
এই দুনিয়ায় তোমার তো হায়! নেই মামা কাকা।
পান্থপাড়া, শার্শা, যশোর।
১৫.০৯.১৯৯৭ খ্রিঃ