কার স্বভাব মন্দের ভালো, না কী ভালোর মন্দ?
অনধিকার চর্চায় কী লাভ-ক্ষতি? দুঃখ বা সানন্দ?
কেউ যদি হয় স্বজন, সন্তান কিংবা প্রিয় ভাই,
মানায় শাসন, ভুল করলে জ্ঞানের সীমাবদ্ধতায়।
ভালো না মন্দ, কোন্ অংশের ওজন অনেক বেশি,
যাচাইয়ের পর তবেই কী না ভাবতে হবে দোষী।
মন্দের চেয়ে ভালোর পাল্লা যদি দেখা যায় ভারি,
মন্দটাকে নিয়ে অকারণ করো নাকো বাড়াবাড়ি।
ভাই ভাইয়ের মন্দ ঢাকো, উস্কে ছড়িয়ো না গন্ধ!
ভালোটুকুর প্রশংসা করো, দূরীভূত হবে মন্দ।
কিঞ্চিৎ মন্দ কর্মের নয় সমালোচনা-তিরস্কার!
আনন্দের সাথে ভালোটুকুর তুলে দাও পুরস্কার।
ভালো অংশ কমতি দেখলে মন্দ কর্মের চেয়ে,
ঘৃণা নয় তাকে, ভালবেসে বুঝাও কাছে যেয়ে।
কেউ কারো সন্তান আবার কেউ তো কারো ভাই
তিমিরের বুকে হারিয়ে যাক তা কী কেউ চায়?
স্বয়ং প্রভুও কারো প্রতি করেন না অতি ভারার্পণ,
তোমা কারণে কেউ বিপর্যস্তু? একথা রেখ স্মরণ!
স্বেচ্ছাচারিতায় কারো প্রতি কোনো অবিচার নয়!
কতটুকু দোষের কতটুকু সাজা এজ্ঞান যেন রয়!
রচনা : ০৬.০৪.২০১৫ খ্রিঃ