.             (১)
  আপনারে ভুলতে পারলে
    পাইবে অনেক কিছু
নিজকে লয়ে থাকলে মেতে
    পড়ে রইবে পিছু।

              (২)
কে এলো         কে গেলো
     দেখবে না তো কবি,
মনে মনে        সঙ্গোপনে
     এঁকেই যাবে ছবি।