. কেউই জানে না
কাছে আসা আসি হলাম পাশাপাশি
নীরব হাসাহাসি।
ভালোবাসাবাসি।
গুপ্ত মেশামেশি প্রতি ক্ষণে ক্ষণে
মনে মনে দুজনে।
ওই পর্যন্ত শেষই
মিছে প্রণয় পেশই বাঁধলো রেষারেষি
দুঃখে ভাসাভাসি।
সম্বন্ধ হলো শেষই
গলে পডলো রশি থাকলো না গোপনে
জানলো জনে জনে।
এ হৃদয়ে রক্তক্ষরণ
অতি লোভে মরণ ছিলো না তা স্মরণ
করলাম তাকে বরণ!
লোভ ও লাভ অতি
অজানা তার মতি কত লাভ কত ক্ষতি!
কী হলো পরিণতি?
১৫/০৪/২০২১ খ্রিঃ