সততার স্বচ্ছ পরিধি আছে
মেঘাচ্ছন্ন জোছনার মত,
কিন্তু অনৈতিকতার কোন পরিধি নেই-
মেঘমুক্ত দ্বিপ্রহরের মত ৷
একতোলা সহানুভূতি আছে
জাদুঘরে সংরক্ষণের জন্য,
কিন্তু স্বার্থপরতার কোন পরিধি নেই!
অন্তঃকরণ সজ্জিত করার পরিধি আছে,
অঙ্গ সজ্জিত করার কোন পরিধি নেই,
ত্যাগের পরিধি আছে,
ভ্রষ্টতার কোন পরিধি নেই,
কৃতজ্ঞতার পরিধি আছে
অবাধ্যতার কোন পরিধি নেই!
জ্ঞানের পরিধি আছে
অজ্ঞতার কোন পরিধি নেই!
সভ্যতার পরিধি আছে,
মন মস্তিষ্ক আর চক্ষুযুগল কলুষিত
হবার কোন পরিধি নেই, প্রমাণও নেই!