জন্ম ৩রা নভেম্বর-১৯৭৬ খ্রিস্টাব্দ, পেশায় ব্যবসায়ী ৷ শৈশব থেকে কবিতার বিশেষ অনুরাগ, কবিতা লেখার দুঃসাহস ১৭ বছর বয়স থেকে, শুরুতে খালাত ভাই কবি শফিকুল ইসলামের নিকট থেকে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত ৷ আসরেও তার উৎসাহে লেখালেখি শুরু ৷ কবি খেতাপ পেতে নয়, লেখালেখি মনের টানে ৷ নব্বই এর দশকে বাংলাদেশ বেতার খুলনা থেকে প্রচারিত নবীন লেখক-লেখিকাদের 'লেখা পর্যালোচনা মূলক অনুষ্ঠান 'অংকুর' এ অসংখ্য কবিতা প্রচারিত হয়েছে। ২০০৭ সালে ''প্রথম বসন্তে ফোটা ফুল'' নামে একটি কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে, ২০১৬ সালে 'কাব্যমঞ্জুষা', (যৌথ), 'কাব্যকৌমুদী' (যৌথ), 'কাব্যসমারম্ভ' (যৌথ), ২০১৭, অপ্রতিরৌধ্য (যৌথ) ২০১৮ কাব্যগ্রন্থ নামক গ্রন্থ প্রকাশিত হয়েছে ৷ প্রথম কবিতা প্রকাশ "কোন দেশেতে" মাসিক "কিশোর কণ্ঠে" ১৯৯৬ এছাড়াও ১৯৯৬ সাল থেকে দৈনিক "লোকসমাজ", দৈনিক "গ্রামের কাগজ", দৈনিক "স্পন্দন", ছড়ার ডাকসহ বিভিন্ন পত্র-পত্রিকায় তার অসংখ্য ছড়া ও কবিতা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
আলোচনাটি ১৩৪১ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ০৩/০৯/২০১৪, ১২:১৯ মি: