নিজে পোড়ো! আমাকেও পোড়াও!
জানি না এতে কী সুখ তুমি পাও?
যদি নিজে না পুড়ে, পুড়াতে আমাকে
কোন অভিযোগ দিতাম না তোমাকে ৷
উভয়কে আগুনে দগ্ধ না করে
যদি বলতে, যেতে দূরে সরে ৷
কিংবা আমাকে পুড়িয়ে তুমি
নিজে অক্ষত থাকতে পৌলমি ৷
আমাকে পুড়িয়েছ তাতে কষ্ট নেই,
তুমি পুড়েছো কষ্ট লাগে তাতেই!
২৭/০৮/২০১৭