কর্মকার লোহা পোড়ায়, গনগনে আগুনে!
সে কী নির্মমতা! কার কথা সে শোনে?
নিষ্ঠুর হাতের হাতুড়ি ছাড়াচ্ছে গায়ের ছাল
ইচ্ছেমত পেটাচ্ছে, পুড়িয়ে করছে লাল।
হাফরের লাল আগুনে লোহা যখন জ্বলে
কারো কিছু বলব না, অভিমানে সে বলে।
"কে আছে শুনবে বলো তার এই অভিযোগ!
দে'খে করুণ পরিণতি, করবে কে প্রতিরোধ!"
নালিশ জানিয়ে কী-ই বা হবে তার ফলাফল?
দেখবে কে নির্যাতিতের চোখে বেদনার জল!
তার চেয়ে সে-ই ভাল, আকাশের ন্যায় হবে
সবকিছু নীরবে সে এমনিতেই সয়ে যাবে।
জ্বলতে জ্বলতে যখন সে পুড়ে হবে ভষ্ম!
কী লাভ বলো ছাইয়ের মধ্যে খুঁজে রহস্য?
রচনা : ০৩.১১.১৯৯৬ খ্রিঃ