সবাই অনাকাঙ্খিতভাবে সুস্বপ্ন ও দুঃস্বপ্ন দেখে
ঘুমের মাঝে। ঘুম থেকে জেগে সুন্দর স্বপ্নগুলো
সত্যি মনে হয়। প্রফুল্লিত করে মনকে। আকাঙ্ক্ষা
জাগে, আহ! মধুর স্বপ্নগুলো যদি বাস্তব জীবনে
পরিণত হতো, তাহলে কতোই না ভালো হতো।
দুঃস্বপ্নগুলো মানুষের মনে ভীতি সৃষ্টি করে!
একে কেউ জীবনে বাস্তবায়নের আকাঙ্ক্ষা
পোষণ করে না। ভীতিকে দূর করার জন্য
"দূর এটা বাস্তব নয়, ঘুমের মাঝে দেখেছি"
ভুলে যাওয়ার জন্য এ কথা বলে নিজেকে
সান্ত্বনা দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না।
কিন্তু ঘুমের মাঝে নয়, বাস্তবে যে স্বপ্ন মনে
প্রাণে লালন করে। কারো স্বপ্ন ভেঙে গেলে
হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। জীবনের প্রতি
বীতশ্রদ্ধ হয়ে পড়ে। স্বপ্নের সঠিক প্রতিফলন
হলে জীবনটা সর্বাঙ্গীণ সুন্দর ও সুখের।
কেউ জেগে জেগেও ঘুমায়। এ নিদ্রা যখন
ভাঙে, সে তখন অনূভব করে তার
অপরিনামদর্শিতায় দুঃস্বপ্ন কে সুস্বপ্ন ভেবে
প্রতিপালন করায় মিষ্টতা কঠিন তিক্ততাই
পরিণত হয়েছে!
নিজেকে নিক্ষেপ করে মহাযন্ত্রণাদায়ক
কারাগারে! আর এ কারাগার থেকে মুক্তি
পাওয়া সহজ সাধ্য নয়। বাস্তবে দেখা
দুঃস্বপ্ন গভীর ঘুমে গেলেও তা থেকে
মোটেও নিষ্কৃতি পাবার নয়।