পবিত্র সত্ত্বার সুরতে প্রেরিত
তাই শ্রেষ্ঠ জীব মানব,
তারা শ্রেষ্ঠত্ব হারিয়ে পরিণত
হয়েছে নিকৃষ্ট দানব।
মানব পবিত্র সত্ত্বার সুরতে
প্রেরিত হওয়ার ফলে,
অধম পাপী জীব শ্রেষ্ঠত্ব
পেয়েছে ধরাতলে।
যাঁদের আদর্শ মান্য করার
ছিল অঙ্গীকার,
না মেনে তাদের 'পর চলে
নির্মম অত্যাচার।
পবিত্র সত্ত্বার উদ্দেশ্য ধরায়
সত্য-ন্যায় প্রতিষ্ঠার,
বরং তাঁরাই সর্বদা নিষ্ঠুর
নির্যাতনের শিকার!
শ্রেষ্ঠত্বের তকমা পেয়েও
মানব নির্মম নৃশংস!
তারা জীবের কলংক
হোক সমূলে ধ্বংস।