আগে পিতা তারপর পুত্র
বাপ কা বেটা এটাই সূত্র,
পিতা হবে দায়িত্বে কর্মিষ্ঠ
বিচক্ষণতায় ন্যায় ও নিষ্ঠ।
সুবিধার সুষম বাস্তবায়ন,
বিমাতাসুলভ আচরণ বর্জন।
ক্ষমাশীল, স্নেহ, দয়াপরবশ
কর্তব্যপরায়ণ বিনা শর্ত,
নিঃস্বার্থভাবে ত্যাগী মন
পাবে সন্তানের আনুগত্য।
সন্তান, সমুন্নত রাখতে
পিতার ঐতিহ্য সম্মান,
সহাস্যে করতে পারে
বিষের পেয়ালা পান।
আগে মাতা পরে সন্তান
হও মা সাহসী আদর্শবান।
রাখতে তোমার সম্মান
সুসন্তান দানিবে গর্দান।
এক সন্তানের হেয় করে
অন্যকে দেবে অনন্য মান!
অবহেলা অবজ্ঞা অপমান
বাড়বে শুধু পথের ব্যবধান!
একজনের নিষ্ঠুর বলিদান
অস্বীকার করে তুচ্ছজ্ঞান,
অন্যের সামান্য আনুকূল্যকে
দেখবে বিশাল পর্বতসমান।
ধারণ করে ইয়াজিদি আদর্শ
সন্তানের কাছে চাইবে উৎকর্ষ?
কেমন লাগে? নিজে বিছুটি গাছ
আঙুরের আশা শাখার কাছ?