কৃষক শ্রমিক কুলি মজুর ডাক্তার লেখক কবি,
একাত্তরে দেশ রক্ষায় হয়েছিলেন বিপ্লবী।
ভাবেননি পরিজনের কথা দল মত ও পক্ষ,
স্বদেশটিকে মুক্ত করাই ছিলো সবার লক্ষ্য।
তোমায় জয়ের উদ্দেশ্য যদি হতো বিভক্ত
দিতো না কেউ জান, মান, দেহের তাজা রক্ত।
বাসযোগ্য করতে মাটি আবাল-বৃদ্ধ-বনিতা-
হানাদার তাড়াতে ঝাঁপ দেন, করেননি ভণিতা।
কোনো দেশপ্রেমিক তাদেরকে ভুলবে না কোনো দিন,
অনাগত প্রজন্মের জন্য দান করলেন মহাঋণ।
তারা ছিলেন অসীম সাহসী, নির্ভীক, মানবিক,
স্বার্থে দেশ বিকায় যেসব বণিক! তাদের প্রতি ধিক!
পেলাম মহিম স্বাধীনতা, মুক্ত হলো স্বদেশ,
তবে এখনো কেনো রক্তপাত হয় নাকো শেষ?
জীবন সবচে দামী, সেটা দিয়ে করলেন স্বাধীন,
কিছু লোকের হঠকারীতায় আবার বিপদের সম্মুখীন।
দুঃখের বিষয়! স্বাধীন দেশ পেয়ে স্বার্থান্মেষীগণ,
ধর্ম, বর্ণ, জাতি দলকে করেছে বিভাজন!
মুখে স্বাধীনতার মহিমা, কাজে অনৈতিক!
প্রকাশ্য শত্রুর চেয়েও এরা ভয়ানক অধিক!
সহজ ছিলো প্রকাশ্য শত্রুকে পরাস্ত করা,
কিন্তু কপটদের পরাস্ত কঠিন, তারা অধরা।