আজীবন শুনছি দাদা
সকলেই ঘোড়া বানায়
পিটিয়ে অপদার্থ গাধা!

আমাদের কাবুল মিয়া
গাধা বানায় তেজীঘোড়া
পিটিয়ে হাতে লাঠি নিয়া!

সবকিছুতে তিনি উল্টা
বুঝালেও বুঝতে চান না
তার নিজেরই ভুলটা!

তিনি কালোকে সাদা
সাদাকে বলেন কালো,
ভঙ্গি যেন সাহেবজাদা!

কথা বলেন না অযথা
সবার কথা তুচ্ছ, তারটা
সঠিক ও শেষ কথা।