কর্মব্যস্ততায় ফুরসত নেই, কারো দুই হাত খালি,
অলস মাথায় শয়তান চড়ে, বাস করে এক হালি।
বাগানে কুসুম ফোটাতে নিয়োজিত মালি,
প্রাপ্য ঠাট্টা বিদ্রুপ আর অকথ্য ভাষার গালি।
মর্মাহত বিপর্যস্ত জীবন ফালি ফালি,
আলো জ্বালতে গিয়ে শুধু পায় বীভৎস কালি।
ভেতরে উৎকৃষ্ট কিছু নেই প্রকাণ্ড এক জালি,
অন্যে যেটাই করুক বিদ্রুপ করা জীবন প্রণালী,
শূন্য হাত তীব্র বাজে। "একহাতে বাজে না তালি"
একথা শুনতে ও শোনাতে সাজায় মিথ্যার ডালি।
প্রমাণ অভাবে সব মেনে নেয় জীবন জোড়াতালি!
নির্দোষ হাতের অপবাদ শুনতে হয় খালি খালি।
২৭/০৯/২০২১/ খ্রিস্টাব্দ