জীবন মঞ্চে কে আসে
কে কখন চলে যায়,
নেই সময়াসময় চিরন্তন
সত্য মেনে নিতে হয়।
আমরা সবাই ভাসি অদৃশ্য
এক নিয়তির ভেলায়,
স্মৃতি বিস্মৃতি রেখে কেউ
যায় বেলায় অবেলায়।
সময়ের গহ্বরে একদিন
সব ঢাকা পড়ে যায়,
শুধু সুকৃতিতে মানুষের
হৃদে অমর হয়ে রয় ৷
১৫/০৪/২০২১ খ্রিঃ