অন্ধজন পথ দেখিয়ে
হতে চায় পথিকৃত,
আসলে কী সে দেখাতে
পারে পথ প্রকৃত?
নিজের মত করে বলে
লাগুক না তা তিতো
ভাবে তবু "বলছি আমি
কথা আমার অমৃত ৷"
নিজকে নিয়ে বড়াই করে
মানুষ সে খুব সহীহ,
কথায় বুঝায় খোদা তার
কাছে পাঠান অহি ৷
এমন মানুষ সমাজে সুবিধার
না কী বড় বিপদজনক?
অনেকে তো করছে বিশ্বাস
তাদের নড়বে কবে টনক?