মাটি কেটে করছে খনন বানাতে কবরস্থান,
ইন্ধন দিয়ে করছে দাহ যেথা আছে শ্মশান!
বুকের জমিনে আছে কত অদৃশ্য গোরস্থান!
জ্বলছে চিন্তায় বিরামহীন আগুন লেলিহান!
চারপাশে মৃতের স্বজনেরা শোকে মূহ্যমান।
অদৃশ্য কবর-চিতার নেইতো চাক্ষুষ প্রমাণ!
নেই শোক ও আহাজারি একেবারে সুনসান,
বুকের জমিনের দহন সতত নীরবে বহমান!