নিরাপদ সড়ক কবে পাবো তা জানা নাই,
সমস্যা এড়াতে তার সমাধানও মানা চাই ৷
এ দশায় ফেলি কত অশ্রু, করি আফসোস!
দুর্ঘটনায় গেলো কত প্রাণ, কারে দিই দোষ?
যিনি জনতার প্রতিনিধি পরিপাটি রাস্তার-
ব্যবস্থা গ্রহণ তার পক্ষে নিতান্ত দরকার ৷
যিনি প্রশাসক উৎকোচ গ্রহণ করুন বর্জন,
নিজে আগে নীতি-নৈতিকতা করুন অর্জন ৷
যিনি চালক, আইনকে শ্রদ্ধা করুন ও জানুন
প্রতি পদে সবার আগে নিজে থেকেই মানুন ৷
যিনি জনগণ সর্বাগ্রে নিজেই হোন সচেতন,
অন্যথায় নিরাপদ সড়ক চাওয়া অকারণ!
প্রতিজ্ঞা করি আমাদের কারণে যেন আর,
দুঃখে-শোকে কাঁদে না যেন কোন পরিবার ৷
আছি যে যেথা, নিজে গড়ি আগে পরিবেশ,
শুধু নিরাপদ সড়ক নয় নিরাপদ হবে দেশ ৷