ঢিল ছোড়ে না, রাস্তার সব সারমেয়'র গায়ে,
কারণ গন্তব্যে পৌঁছুতে চায় নিভৃতে নির্ভয়ে !
তবুও কিছু সারমেয় অনুভব করে পদধ্বনির,
লালসার রসনা দেখিয়ে ফেলে দশায় শনির!
করে অনুসরণ, কোথায় যায় পথিকের চরণ,
বুঝতে অক্ষম, তাদের শ্যেনদৃষ্টি ও অন্তকরণ।
গন্তব্যে পৌঁছার লক্ষ্যে অনেক প্রতিবন্ধকতা,
নিষ্ঠুরভাবে মেনে নিয়ে পালতে হয় নিরবতা!
এই নিরবতা কী বুদ্ধিমত্তা? নাকী কাপুরুষতা?
এই নিরবতা সফলতা? না নিদারুণ বাস্তবতা?
কত পথিক থাকেন একটি দিবসের অপেক্ষায়!
এক দিন পথচলা হবে নির্ভয়ে আনন্দময় তাই!