রব বলেছেন "যে নিজকে চিনেছে সে তার
মহান রবকে চিনেছে" চেনা বলে কার?
ওটা জানা নয়, নিজেকে যতটুকু জানি,
এপর্যন্ত জেনেছি শুধু নিজের নামখানি!
যেভাবে জানার ওভাবে হয়নি আদৌ জানা,
এ পর্যন্ত যা করেছি সবই যে তা-না না-না!
কে আমি? কোত্থেকে এসেছি? কোথা যাবো?
ভাবি নাই কোন দিকে সাফল্যের পথ পাবো?
কোনটা সত্যাসত্য, কোনটা ভুল কোনটা সঠিক,
কোনটা অধপতনের রাস্তা, যাবো কোন দিক?
ভেবেছি জীবনের মানে সুখ শান্তি আয়েশ!
পূরণ করা আসল কাজ, আছে যত খায়েশ!
যাকে জীবন ভেবেছি তা প্রকৃত জীবন নয়,
জীবনকে না জানা জীবনের চরম অবক্ষয়!
অন্যকে নয় নিজকে নিয়ে করি সমালোচনা,
সত্যকে ধরলেই তবে শুরু হবে নিজকে জানা ৷