কথায় কথায় শুধু ধরে অপরের দোষ,
নাখোশের কিছু নয় তবুও হয় নাখোশ!
অনর্থক কেন অন্যের প্রতি এমন রোষ?
নিন্দা করতে লাগে না তার আফসোস!
নিজের দিকে কভু করে না মনোনিবেশ,
পরের নিন্দা করে সে ধরে সাধুর বেশ।
ভাবে না অন্যের দোষান্বেষণ এক রোগ,
বুঝতে চায় না চরিত্রে হয়েছে সংযোগ!
অপরের আগে নিজের চরিত্রটা সে কী
দেখে? কার কত অন্যায় অথবা কে কী?
সে সঠিক অনুসন্ধান করলে দেখবে কী!
লোকটা নিজেই আসলে একটি মেকি!