যারা জানে না, তারা নিজেরই
অজান্তে অন্ধকারে ডুবে আছে
তাদের আলোর কাছে আনতে
গেলে আল্লাহর অনুগ্রহে সম্মত
হতে পারে, ভুল বুঝতে পারে
অস্বীকার করতে পারে আবার
গায়ের জোরে আলোকিত মানুষকে
অন্ধ বানিয়ে দিতেও পারে। নিজের
সম্মান অক্ষুন্ন রাখতে এমতাবস্থায়
কী করা উচিত?
পৃথিবীতে মানুষের যে উদ্দেশ্যে
আগমন সে উদ্দেশ্য বেমালুম ভুলে
নিজেরই অজান্তে একটা অভিনয়ের
জীবন পার করে দিচ্ছে। তাদের চৈতন্য
ফেরাতে চক্ষুষ্মানদের সত্যিই কখনো
কখনো অভিনয় করে চলতে হয়।
সারা পৃথিবী জুড়ে মিথ্যাবাদী
সবাই যখন মিথ্যাবাদী একজন
সত্যবাদী হয়েও তাদের কাছে
মিথ্যাবাদী অপবাদ শুনতে হয়
এর চেয়ে বড় কষ্ট আর কী হতে পারে?
তুমি যা করতে পারো
আমি তা পারি না
তুমি যা বলতে পারো
আমি তা পারি না।
তুমি যা ভাবতে পারো
আমি তা পারি না।
এখানে তোমার আমার ব্যবধান।