সস্তা আবেগ প্রকাশে লাগে না কোনো খরচ,
যদি অর্থ শ্রম লাগতো তবে থাকতো না গরজ!
জানি না উৎসব এলে আমরা পশুদের প্রতি,
হঠাৎ কীভাবে মানবিক হয়ে উঠি অতি।
মানুষের প্রতি যদি এই মনোভাব দেখাতাম,
তবে স্বর্গে পরিণত হতো এই জীর্ণ ধরাধাম।
যুগে যুগে নির্বিচারে উপেক্ষা করে কানুন,
নানা বাহানায় নির্মমভাবে কতো মানুষ হয় খুন।
ঘাতকের প্রতিবাদ করলে যদি জড়িয়ে যাই,
বাঁচার তাগিদে মুখে কুলুপ এঁটে থাকি তাই।
এড়িয়ে যাই জাতি ধর্ম বর্ণের দোহাই দিয়ে,
তখন মানবতা দয়া পালায় কোথায় গিয়ে?
পৃথিবীর সকল মানব সন্তানের পিতা একজন,
আমরাই করেছি জাতি ধর্ম বর্ণের বিভাজন!
কারো প্রতি চললে নির্মম নির্যাতন নিপীড়ন,
থাকেনা হুশ তারা মানুষ, আমাদের আপনজন।
যখন মানুষ হত্যা করে পাখির মতো ঝাঁকে!
নীতিকথার মানুষ গুলো তখন কোথায় থাকে?
উৎসবে পশুর প্রতি গভীর দরদ উদয় হয়,
এসব মেকি মায়া ; ন্যাকামো ছাড়া কিছু নয়।
২১/০৭/২০২১ খ্রিঃ