যেজন যে জিনিসের প্রতি প্রাপ্ত অতি অধিকার,
যদি অজানা থাকে সে জিনিসের সঠিক ব্যবহার।
হোক তা সময় অর্থ ক্ষমতা আইন বা হাতিয়ার,
করবেই তো তখন সে সব কিছুরই অপব্যবহার।
মাগনায় প্রাপ্ত জিনিসের প্রতি থাকে কী অত যত্ন?
হোকনা সেটা মহামূল্যবান হীরক মুক্তো কিংবা রত্ন।
নয় স্বেচ্ছাচারিতা, নয় কোনো কিছুরই অপব্যবহার,
আদর্শ প্রতিষ্ঠা করতে দরকার সর্বত্র ন্যায্য অধিকার।