যিনি না এলে, গঠন হতো না
কোনো কিছুরই রূপ,
যাঁর সেবায় খোদা পৃথিবীকে
সাজিয়েছেন অপরূপ।
তাঁর (সাঃ) মাধ্যমে অবিনশ্বর
খোদার সত্বার প্রমাণ,
জন্মের খুশি অস্বীকার মানে
অস্বীকার খোদার শান!
তামাম জগতের জন্য যিনি
একমাত্র রহমত স্বরূপ।
তাঁর জন্মদিন পালন করা
'অবৈধ' বলে কিছু বেকুব!
যাঁর জন্মের সংবাদে ইবলিশ
কেঁদেছিলো অঝোরে!
তার দোসরদের বুকে অগ্নিদাহ,
কথা কয় বেঘোরে!
যাঁর প্রতি সয়ং খোদা সালাম
পাঠ করেন অবিরাম,
তিনি আমাদের প্রিয় নবী
মুহাম্মদ (সাঃ) তাঁর নাম।
তখন ফতোয়া কোথা থাকে?
যখন আতিশয্যে চ'ড়ে-
পরিজন নেতা কর্তার জন্মদিন
পালিত হয় ঘটা করে?
মহানবীর জন্মদিন উদযাপন
যাদের কাছে প্রশ্নবিদ্ধ!
পৃথিবীর সব অনুগ্রহ স্বাচ্ছন্দ্য
তাদের জন্য নিষিদ্ধ!।
১০/১০/২০২২ খ্রিঃ