মা'বুদের এক বিষ্ময়কর সৃষ্টি মানুষের মনন,
সেই রহস্যময় জায়গা সর্বক্ষণ ভাবনা প্রবণ।
ভাবনা ও কল্লনার জগৎ একেবারেই গোপন,
মলিন অথবা স্বচ্ছ কোন্ জিভা ও অন্তঃকরণ।
শুধুমাত্র তিনিই জ্ঞাত, যিনি করেছেন সৃজন,
সেথা ঘটে কী কল্পনা ও ভাবনার প্রতিফলন।
যে যেমনভাবে ভাবতে পারে নিজের মতোন
অনর্থক কোনো কিছু ভাবার আছে প্রয়োজন?
ভাবলেও জিভায় সব করা যায় কী উচ্চারণ?
অকুণ্ঠায় জিভায় করা গেলেও তা প্রস্ফুটন,
অনুরাগ সহকারে করা যায় কী সেটা শ্রবণ?
শ্রবণ করা গেলেও যায় কী লিপিবদ্ধকরণ?
কাগজে লেখনীর আঁচড়ে বা করা হলেও মূদ্রণ,
আদর্শ মানুষ আদৌ পারে কী করতে অধ্যয়ন?
কোনো বিষয় যতোই করুক না গুরুত্বপূর্ণবহন,
ভাবনা উপস্থাপনায় কী জরুরি নয় পরিশীলন?
আত্মমর্যাদাবান কী কিছু বিষয় করে না বর্জন?
করে না কী অসীম ধৈর্য ধারণ ও সময় ক্ষেপণ?
ভাবনার বিষয় বস্তু, প্রকাশ শৈলী ও উপস্থাপন,
তদ্বারা কী প্রাপ্তি নয় স্বীয় মূল্যায়ন অবমূল্যায়ন?
০৮/০৮/২০২১ খ্রিঃ