ভূষণ ভেবে বিষধর সাপকে মমতায় অঙ্গে জড়িয়েছো!
প্রতিক্রিয়ার ছটফটানিতে হিতাহিত জ্ঞান ভুলে গেছো।
সত্য মিথ্যা, মিথ্যা সত্য, নিকট লাগে দূর, দূরকে নিকট!
বিদ্বেষীকে আস্থাভাজন, আস্থাভাজনকে লাগে খুব বিকট!
নির্মল ফুলকে অঙ্গার, অঙ্গারকে ভাবো নির্মল ফুল,
বিপরীত লাগে সব, অনুভবে অক্ষম সব মনেরই ভুল।
আমি চেতনায় ফেরাতে গিয়ে, ভাঙাতে তোমার ভুল,
হয়ছি চরম অপদস্ত ঘৃণিত লাঞ্ছিত, তোমার চক্ষুশূল।
তোমার বিষাক্ত ছোবল থেকে পরিত্রাণ পেতে দূরে থাকি,
অমৃতের বিপরীতে গরল প্রাপ্তি, এতো কষ্ট কোথায় রাখি?
আমি অসত্যের বিপরীত শ্রোতে চলা এক সাহসী নাবিক,
উপলদ্ধি করতে অক্ষম তাই ভাবো আমি হারিয়েছি দিক!
অহমে আস্ফালন করো, ভাবো সাফল্য তোমার হাতে,
দর্শক সারিতে বসে দেখি, তোমার গন্তব্য অধঃপাতে!
তবুও আমি চাই নিদ্রা থেকে চেতনায় ফিরে এসো তুমি
স্বচেষ্টা ব্যতীত কারো অসাধ্য, সম্ভবপর, কম্প দিলে ভূমি!
১৩ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ ২৭ জানুয়ারি ২০২৩ খ্রি.
রোজ শুক্রবার, সময় ভোর ০৫:০০টা।